দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
ঢাকা–আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকেদেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো– ১। মোহাম্মদ রুবেল (২৭), ২।মোঃ মুছা মৃধা (২২), ৩। মোঃ রাজন (১৯), ৪। জুয়েল (২৬), ৫। মোঃ কাশেম (৪১), ৬। টুটুল আলী (৪০), ৭। মোঃ সুজন(২২), ৮। মোঃ শাওন হাওলাদার (৩০), ৯। মোঃ রিপন (২৫), ১০। ওমর ফারুক (২২), ১১। শাকিল (২৩) ও ১২। মোঃনাজমুল হাসান (২৫)।
রবিবার (২৬ জানুয়ারি ) রাত ১১:৫৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদেরকেগ্রেফতার করে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নংসেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা–আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।রেকর্ডপত্র পর্যালোচনাকরে দেখা যায়, গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গীপূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি ডাকাতির প্রস্তুতিরমামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।