ঢাকাTuesday , 28 January 2025
আজকের সর্বশেষ সবখবর

রেলের বিকল্প হিসাবে বিআরটিসি বাস সার্ভিস চালু

খান শুভ
January 28, 2025 1:04 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক

রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।বাংলাদেশরেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।

তাই বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বাংলাদেশ রেলওয়ের এক জরুরি বার্তায় তথ্যজানানো হয়েছে।এ পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে স্টেশন বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণকরতে পারবেন এবং এসকল স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে জানানো হয়েছে।এছাড়া বাংলাদেশ রেলওয়ের অপর এক বার্তায় জানানো হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবী বহুলাংশেমেনে নেয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি।

কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে পুর্বে ক্রয়কৃত টিকেটের টাকাবাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফেরত প্রদান করা হবেএদিকে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রেলপথ মন্ত্রণালয়েরউপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।