নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ন বাংলাদেশ ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে সকাল থেকে কর্মসূচি পালন করা হয়েছে।
২৮ অক্টোবর সোমবার সকাল ৯ টার থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের এস ও মেঘনা ডিপো এবং পদ্মা ডিপো ট্যাংকলরী ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা ডিপো শ্রমিক ইউনিয়ন আহবায়ক এস এম আসলাম এবং শ্রমিক নেতাদের মধ্যে গোলাম কিবরিয়া , তাওলাদ হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ হাবিব,আব্দুর রব,মকবুল হোসেন বাবু,মোহাম্মদ খোরশেদ,মাসুম,ইলিয়াস। ও মালিক সমিতির মিলন,আব্দুস সামাদ,তানজিদ।
পদ্মার ডিপো শ্রমিক ইউনিয়নের আহবায়ক হাজী জাহিদ হোসেন, ,আবুল হোসেন ,আসিব হাসান হৃদয় সাংস্কৃতিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, রাকিব ভূঁইয়া সভাপতি কমিউনিটিং পুলিশ পদ্মা ইউনিট,সোহেল সাধারণ সম্পাদক,কমিউনিটিং পুলিশ,কাজী উকিল,মুন্না,জাহিদ।