ঢাকাTuesday , 28 January 2025
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ৬ দিনের রিমান্ডে

খান শুভ
January 28, 2025 11:01 am
Link Copied!

ডা. এনামুর রহমান। ছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হকার মো. সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুররহমানের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম জশিতা ইসলাম আদেশ দেন। আসামি এনামকে গ্রেপ্তার করে এদিন বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেনমামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী। অপরদিকে রিমান্ড বাতিল চেয়েজামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী প্রাণদন নাথ।

পরে বিচারক আসামির দিনের রিমান্ডের আদেশ দেন।এর আগে গত রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাথেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ডিএমপির গণমাধ্যম জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর।

ওইদিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়েমিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। মামলার ৩০নংএজাহারনামীয় আসামি এনামুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।