ঢাকাWednesday , 29 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নিজ দেশবাসীকে সুখে রাখতে ট্রাম্পের নয়া ভাবনা

খান শুভ
January 29, 2025 12:26 pm
Link Copied!

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক ,

যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসার পর ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনৈতিক নীতি বদলানোর নানাপরিকল্পনা শেয়ার করেছেন। দেশবাসীকে সুখে রাখতে আয়কর ব্যবস্থার বিলোপ চান তিনি।

যদিও এটি এখনো তার ভাবনা, কোনো আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়নি।তবে ট্রাম্প দাবি করেছেন, আয়কর নাথাকলে আমেরিকার মানুষ নিজেদের সঞ্চিত অর্থ বাজারে ব্যয় করতে পারবে, যা অর্থনৈতিক উন্নতি চাকরির সুযোগ বৃদ্ধিকরবে। এটা স্পষ্ট যে, অন্য দেশগুলোর পরিস্থিতি পরোয়া না করে শুধু আমেরিকানদের সুখসমৃদ্ধি নিশ্চিত করতে চানট্রাম্প।

তারআমেরিকা প্রথমনীতির আওতায় ইসরায়েল মিসর ছাড়া অন্য সব দেশের জন্য আর্থিক সাহায্য বন্ধ করা হয়েছে।এতেই অনেক দেশের হাহাকার শুরু হয়েছে। সে সঙ্গে আমেরিকান পণ্যগুলোর ওপর রপ্তানি শুল্ক বাড়ানো হয়েছে, যাতেবিদেশি পণ্যগুলোর চাহিদা বাড়িয়ে মার্কিন অর্থনীতির উন্নতি করা যায়।

ট্রাম্পের মতে, ১৮৭০১৯১৩ সাল পর্যন্ত আমেরিকা ছিল সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র। সে সময় আয়কর ব্যবস্থা ছিল না। তারবিশ্বাস, ওই সময়ের মতো আমেরিকাকে আবার সমৃদ্ধশালী করতে গেলে আয়কর ব্যবস্থার বিলোপ খুব জরুরি।এদিকে দরিদ্রদেশগুলোতে বিনামূল্যে এইচআইভি, ম্যালেরিয়া যক্ষ্মার মতো প্রাণঘাতী রোগের ওষুধ সরবরাহ বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প।

একইসঙ্গে নবজাতকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীও আর যাবে না সেসব দেশে। এসব চিকিৎসা সরঞ্জাম মার্কিনসাহায্য সংস্থা ইউএসএআইডির সহায়তাভোগী বিভিন্ন দেশে পাঠানো হতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।