গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ মঙ্গলবার (২৮ জানুয়ারি ) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিমিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে তাদেরমর্যাদা নিশ্চিত হবে না।তিনি বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় অর্থনৈতিক স্থিতিশীলতাজরুরি। সাংবাদিকরা আর্থিক নিরাপত্তা পেলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকমিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশন প্রধান এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য মোস্তফা সবুজও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।কামাল আহমেদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন পেশ করবো।
তবে সুপারিশ বাস্তবায়নে সরকারের ওপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। যদি সাংবাদিকরা এই বিষয়ে জোর না দেন, তাহলে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না।তিনি বলেন, ‘সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে। অধিকার আদায়েঐক্যবদ্ধ হতে হলে একক সাংবাদিক ইউনিয়নের জন্য চাপ সৃষ্টি করতে হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান, গণমাধ্যম সম্পর্কে পাঠক, দর্শক ও শ্রোতাদের মতামত জানার জন্য ১ থেকে ৭জানুয়ারি জাতীয় পর্যায়ে একটি গণমাধ্যম সমীক্ষা পরিচালিত হয়। এতে সারা দেশের প্রায় ৪৫ হাজার পরিবারের মতামতসংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, ‘এই সমীক্ষার তথ্যের ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ তৈরি করবো।মতবিনিময় সভায় ময়মনসিংহবিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) প্রায় শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তাদেরমতামত ব্যক্ত করেন।