ঢাকাWednesday , 29 January 2025
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব, অতঃপর বাসায় ডেকে এনে জিম্মি করে চাঁদা দাবি; চক্রের দুই সদস্য গ্রেফতার

খান শুভ
January 29, 2025 4:02 pm
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

 

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল১। মোঃ নাজমুল হাসান(৩১) ২। মোঃ বিল্লাল প্রধান(৩৫)

মঙ্গলবার (২৮ জানুয়ারি )  রাত ০৪:৫০ ঘটিকায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ মুন্সিবাড়ী এলাকায় অভিযানপরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। সময় তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।মিরপুর মডেল থানা সূত্র জানায়, জনৈক আলমগীরহোসেন রাঙ্গামাটির একজন বাসিন্দা। তার সাথে ঢাকায় বসবাসকারী চক্রের এক সদস্যের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব হয়।

চক্রটি আলমগীরকে ঢাকায় আসার জন্য কিছুদিন ধরে প্রলোভন দেখিয়ে আসছিল। মঙ্গলবার রাতে আলমগীর তাদেরকথামত ঢাকার মিরপুর মডেল থানার মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় আসে। বাসায় প্রবেশের পরগ্রেফতারকৃতরাসহ চক্রের অন্যান্য সদস্যরা আলমগীরকে জিম্মি করে তার পরিবারের নিকট মোবাইল ফোনে এক লক্ষ টাকাচাঁদা দাবির চেষ্টা করে।

কিন্তু অনেকবার চেষ্টা করেও আলমগীরের পরিবারের সাথে যোগাযোগ করতে তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা বাদীকে এলোপাতাড়ি আঘাত করে তার নিকট থেকেনগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় আলমগীর বাদী হয়ে (২৮জানুয়ারিতারিখ সকালে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ এজাহারনামীয় ছয়জনের বিরুদ্ধে একটি নিয়মিতমামলা দায়ের করে।

থানা সূত্রে আরো জানা যায়, মঙ্গলবার রাতে ৯৯৯ এর মাধ্যমে উল্লিখিত ঘটনা সংক্রান্তে একটি সংবাদ আসে। এরপ্রেক্ষিতে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান সনাক্ত করে এবং মিরপুরের মুন্সিবাড়ী এলাকারএকটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে নাজমুল বিল্লালকে গ্রেফতার করে। চক্রটির অন্যান্য সদস্যরা পলাতকরয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদেরকে মিরপুর মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবংচক্রটির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।