ঢাকাWednesday , 29 January 2025
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে ৭ কলেজ প্রতিনিধিদের বৈঠক

খান শুভ
January 29, 2025 2:41 pm
Link Copied!

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। ছবি : সংগৃহীত


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

 

স্বরাষ্ট্র তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সাত কলেজের প্রতিনিধিরা।বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মামুনআহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলমচৌধুরী (অব) এবং তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীউপস্থিত ছিলেন।

সাত কলেজের পক্ষে তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেনমঈনুল ইসলাম রহমতুল্লাহ (ঢাকা কলেজ) এবং  মৌ ( ইডেন মহিলা কলেজ) বৈঠকে তারা ছয় দফা দাবি তুলে ধরেনশিক্ষার্থীদের প্রতিনিধিদলের পক্ষ থেকে মইনুলইসলাম বলেন, ‘পরশু রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিতপরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

নিয়ে একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে আমরা ছয় দফা দাবি উত্থাপন করি। আমাদের প্রথম দাবি গতকাল মেনেনেওয়ায় সন্তোষ প্রকাশ করেছি। বাকি পাঁচ দাবি মেনে নেওয়ার জন্য আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম।তিনিবলেন, ‘ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধান করতেডাকা হয়েছে। এখানে আমরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেছি। আমাদের দাবিগুলো পজেটিভভাবে নেওয়া হয়েছে।

সেটা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে।শিক্ষার্থীদের দফা দাবিরপ্রসঙ্গে মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের প্রথম দাবি ছিলঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতেহবে।

এখন থেকে তিনি ঢাকা কলেজসহ সাত কলেজের সংশ্লিষ্ট কোনো কমিটিতে থাকতে পারবেন না।এছাড়াও তার পদত্যাগেরবিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে আলাপ ওই দিন সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে আলাপআলোচনা করেআগানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের দ্বিতীয় দাবি ছিলঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশে হামলাসহ ঢাকা কলেজেরশিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষেবিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ব্যাপারে তিনদিন সময় নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আমাদের জানানো হয়েছে।
তৃতীয় দাবি হচ্ছেযেসব ঢাবি শিক্ষার্থী ইডেন কলেজ বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কেকুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।চতুর্থ দাবি ছিলঢাকাবিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাতিলকরে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। গতকাল দাবি অধিভুক্তি বাতিলসিদ্ধান্ত হয়েছে।

পঞ্চম দাবি ছিলউদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়েরমিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।মইনুল ইসলাম জানান, আজ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ মিটিংয়েবসা হয়েছে।

ছয় দফা দাবি ছিলঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতেহবে। আজ আমাদের জানানো হয়েছে ইতোমধ্যে রাস্তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।