ঢাকাWednesday , 29 January 2025
আজকের সর্বশেষ সবখবর

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো নিউমার্কেট থানা পুলিশ

খান শুভ
January 29, 2025 12:48 pm
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

 

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটনপুলিশের নিউমার্কেট থানা পুলিশ।ডিএমপির নিউ মার্কেট থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়েযাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে নিউমার্কেট থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায়গত এক মাসে ১১টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইলফোনগুলো উদ্ধারে নিউমার্কেট থানার এসআই আরব আলী সক্রিয় ভূমিকা রাখে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার এর কার্যালয়ে নিউমার্কেট জোনের সহকারীপুলিশ কমিশনার তারিক লতিফের উপস্থিতিতে উদ্ধারকৃত ১১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে নিউমার্কেট থানা পুলিশ কর্তৃক বেশ কিছু হারানো মোবাইল ফোনউদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতিআন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।