ঢাকাThursday , 30 January 2025
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবে শহিদ পরিবার ও আহতদেরকে অনুদানের চেক দিলো কিশোরগঞ্জ জেলা পরিষদ

খান শুভ
January 30, 2025 12:14 pm
Link Copied!

(২৯ জানুয়ারি ) জুলাই বিপ্লবে শহিদ পরিবার আহতদের কাছে অনুদানের চেক হস্তান্তর করলো কিশোরগঞ্জ জেলাপরিষদ ছবি : সংগৃহীত


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

জুলাই বিপ্লবে শহিদ পরিবার আহতদের কাছে অনুদানের চেক হস্তান্তর করলো কিশোরগঞ্জ জেলা পরিষদ।

বুধবার (২৯ জানুয়ারি ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করাহয়। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত চেক বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

কিশোরগঞ্জ জেলা পরিষদের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষ্যে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য আহত ৪৫ জনের কাছে চেক বিতরন করা হয়। তারমধ্যে ১৬ শহিদ পরিবারকে ৩০ হাজার, আহত ক্যাটাগরি ১৫ হাজার আহত বি ক্যাটাগরি ১০ হাজার করে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহিদ পরিবারক আহতদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকমিজাবে রহমত, সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, ইসলামী আন্দোলনেরজেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতমসমন্বয়ক ইকরাম হোসেন, আশরাফ আলী সোহান, শেখ মুদ্দাসিসর, নুসরাত জাহান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।