আন্তর্জাতিক ডেস্ক ,
রেগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বুধবার একটি যাত্রীবাহি জেট বিমান ও সামরিক বাহিনীর অপর একটিহেলিকপ্টার ব্ল্যাক হকের মধ্যে সংঘর্ষ হয়েছে, খবর এএফপি, এনডিটিভি।
মধ্যাকাশে হেলিকপ্টারের সাথে ধাক্কা লাগার পর কানসাস ছেড়ে আসা জেট বিমানটি ওয়াশিংটনের পোটোম্যাক নদীতেপতিত হয়েছে।টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোস্যাল মিডিয়াতে বলেছেন, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজনমারা গেছে সেই বিষয়ে তিনি কিছু বলেননি।
আমেরিকার ফেডারেল এভিয়েশন প্রশাসন বলছে, প্যাসিফিক সাউথ ওয়েস্ট এয়ারলাইনস (পিএসএ) এর একটি জেটেরসাথে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টার ব্ল্যাক হকের ধাক্কা লাগে। এভিয়েশন প্রশাসন রেগান বিমানবন্দরেরসকল বিমানকে ভূমিতে থাকার নির্দেশ দিয়েছে।
ওয়াশিংটন পুলিশ সোস্যাল মিডিয়া এক্সে বলেছে, সরকারের বিভিন্ন সংস্থা পোটাম্যাক নদীতে উদ্ধার অভিযান চালিয়েযাচ্ছে।মার্কিন সেনাবাহিনী কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনার সাথে সম্পৃক্ত।
ফেডারেল এভিয়েশন প্রশাসন আরো বলছে, পিএসএ’র জেটটি কানসাসের উইচিটা থেকে আসছিল। আমেরিকারএয়ারলাইনস এর ওয়েবসাইট সূত্রে জানা গেছে যে, বিমানটি ৬৫ জনের বেশি যাত্রী বহন করতে পারে।