শিবলী রুবাইয়াত উল ইসলাম ও বিএসইসির লোগো। ছবি : সংগৃহীত
দ্য স্টার নিউজ ডেস্ক ,
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলীরুবাইয়াত–উল–ইসলামসহ বিএসইসির উচ্চপদস্থ ৯ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করেছে সরকার।
একই সঙ্গে এই ৯ জনেরই দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই ৯ জনেরপাসপোর্ট বাতিল করেছে বলে বুধবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। শিবলীরুবাইয়াত ছাড়া অন্য আটজন হলেন– বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালকমাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব–উর–রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
এ বিষয়ে বিএসইসর নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম কালবেলাকে বলেন, এ বিষয় সম্পর্কে আমার জানানেই। অফিশিয়ালিও আমাদের কিছু জানানো হয়নি। ফলে পরবর্তী করণীয়ও কিছু নেই। গণআন্দোলনের মুখে গত ৫আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে তার অতি আস্থাভাজন শিবলীরুবাইয়াত–উল–ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
এর আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধিতা সত্ত্বেও চলতি বছরের ২৮ মে তাকে ৪ বছরের মেয়াদে পুনঃনিয়োগ দেন তৎকালীনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২০ সালের ১৭ মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।৯জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, বিএসইসিতে থাকাকালীন তারা পুঁজিবাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদঅর্জন করেছেন।
এর আগে বিগত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতেএই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।