ঢাকাMonday , 3 February 2025
আজকের সর্বশেষ সবখবর

জুলাই স্মৃতি সংগ্রহশালায় শহিদ আবু সাঈদ ও ওয়াসিমের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

খান শুভ
February 3, 2025 12:15 pm
Link Copied!

শহিদ আবু সাঈদের মা এবং শহিদ ওয়াসিমের বাবা তাদের সন্তানদের ব্যবহৃত জিনিসপত্র আজ ঢাকা বিশ্ববিদ্যালয়েরউপাচার্য . নিয়াজের কাছে হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

ঢাকা বিশ্ববিদ্যালয়েরজুলাই স্মৃতি সংগ্রহশালায়সংরক্ষণের জন্য শহিদ মো. আবু সাঈদ মিয়া এবং শহিদ মো. ওয়াসিমআকরামের ব্যবহৃত জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম এবং শহিদ ওয়াসিমের বাবা শফিউল আলম এসব জিনিসপত্র আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়েরউপাচার্য অধ্যাপক . নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।

সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক . সায়মা হক বিদিশা, প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক . মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক . এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিনসহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং প্রভোস্ট স্ট্যান্ডিংকমিটির আহবায়ক . আব্দুল্লাহআলমামুনসহ শহিদ আবু সাঈদ শহিদ ওয়াসিমের পরিবারের সদস্যরা উপস্থিতছিলেন।

উপাচার্য অধ্যাপক . নিয়াজ আহমদ খান জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েবলেন, গণঅভ্যুত্থানে শহিদ আহতদের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়েজুলাই স্মৃতি সংগ্রহশালাপ্রতিষ্ঠার সিদ্ধান্তনেওয়া হয়েছে। ধীরে ধীরে এটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের ব্যবহৃত জিনিসপত্র এখানে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণকরা হবে। তিনি বলেন, শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।বিশ্ববিদ্যালয়ের বিভিন্নঅনুষ্ঠানে শহিদ পরিবারকে সম্পৃক্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।