দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের আট কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুইসক্রিয় সদস্য গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো– ১। মোঃ মারুফ (২২) ও ২। মোঃ রাকিব (২০)।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে আট কেজি গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি ) বিকাল ০৪.২০ ঘটিকায় যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ের মোল্লা চা স্টোরের সামনের সড়কে অভিযানপরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানার একটি চৌকস দল।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবারযাত্রাবাড়ী থানা এলাকায় মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে যাত্রাবাড়ী থানা পুলিশেরএকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা নিয়ে বাসযোগেযাত্রাবাড়ীর চৌরাস্তার দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম যাত্রাবাড়ীর চৌরাস্তায় অবস্থান নেয়। বিকেল ০৪:২০ ঘটিকায় দুইজনমাদক কারবারি গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ের মোল্লা চা স্টোরের সামনের সড়কে এসে বাস থেকে নামে। বাস থেকেনামার পর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদক কারবারি মারুফ ও রাকিবকে ৮ কেজি গাঁজাসহগ্রেফতার করে থানা পুলিশ।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদারমাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয়করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদেস্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।