ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে একমতবিনিময় সভায় কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: ভারতীয় হাইকমিশন
দ্য স্টার নিউজ ডেস্ক ,
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (০৩ ফেব্রুয়ারী ) আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ওভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে, যা দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের আরওঘনিষ্ঠ করবে।ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশেরশীর্ষস্থানীয় ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ভারত টেক্স ২০২৫’-এর প্রেক্ষাপটে এইসভার আয়োজন করা হয়। এটি একটি বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট, যেখানে টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশনেবেন এবং সম্পূর্ণ টেক্সটাইল ভ্যালু চেইন এক ছাদের নিচে আসবে।ভার্মা বাংলাদেশের সমাজ–অর্থনৈতিক উন্নয়নে তৈরিপোশাক (আরএমজি) খাতের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ–ভারতের মধ্যে সরবরাহ ও মূল্য শৃঙ্খল সংযোগ জোরদারেএর ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, আরএমজি ও টেক্সটাইল খাতে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও পারস্পরিক স্বার্থের প্রতিফলন।ভার্মা আশা প্রকাশ করেন যে, ‘ভারত টেক্স ২০২৫’-এ বাংলাদেশের একটি বড় প্রতিনিধিদলের অংশগ্রহণ নতুন সরবরাহশৃঙ্খল সংযোগ, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র ভাইস–চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারকও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি মোহাম্মদ হাতেম।
এছাড়া, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানফারুক হাসান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস–চেয়ারম্যান মো. জসিমউদ্দিন মতবিনিময় সভায় অংশ নেন।