ঢাকাThursday , 6 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

খান শুভ
February 6, 2025 9:08 am
Link Copied!

বুধবার (০৫ ফেব্রুয়ারী ) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বিচার বিভাগ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরঅনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা . ইউনূস। ছবি: সংগৃহীত


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব করেছে সংস্কার কমিশন।প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনেরপ্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের দশনম্বরে রয়েছে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা সংক্রান্ত অংশটি।

এতে বলা হয়েছে, বিচার বিভাগের বাজেট নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের একটি কমিটি থাকবে এবং সেই কমিটিতে নির্বাহীবিভাগের প্রতিনিধিরা সদস্য হিসাবে থাকবে।

বরাদ্দকৃত বাজেট স্বাধীনভাবে খরচ করা এবং তা উপযোজন এবং পুনঃউপযোজনের পরিপূর্ণ ক্ষমতা প্রদানসহ সুপ্রিমকোর্টের জন্য উন্নয়ন বাজেট বরাদ্দকরণ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পারিতোষিক, বিশেষাধিকার অন্যান্যভাতা নির্ধারণ, পরিবর্তন সংশোধন সংক্রান্ত সুপারিশ প্রদানের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে একটিকমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। জুডিসিয়াল সার্ভিস পে কমিশনকে স্থায়ীরূপ দানের প্রস্তাব করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।