নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ নানাঅপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো–
১। তানজিম ওরফে তানিশা (২৩)
২। মোঃ হৃদয় (২৪)
৩। মোঃ শুভ (২৩)
৪। মোঃ সুমিত (১৯)
৫। মারুফ (১৯)
৬। মোঃ আখতার হোসেন
৭। মোঃ রুবেল মিয়া (৩০)
৮। রাফিউর রহমান চৌধুরী রাজ (১৯)
৯। মোঃ মিলন (২৩)
১০। মোঃ শাকিল (১৯)
১১। মোঃ সুজন (২২)
১২। মোঃ মাসুম (২৫)
১৩। মোঃ জহিরুল ইসলাম ওরফে রিপুল ওরফে বিপুল (২৪)
১৪। মোঃ রায়হান (২২)
১৫। মোঃ হৃদয় (২০)
১৬। মোঃ শামীম (২৬)
১৭। রাব্বি (১৯)
১৮। মোহাম্মদ ইয়াসিন (২০)
১৯। আল আমিন (২০)
২০। মোহাম্মদ মারুফ (২০)
২১। মোঃ মোতালেব (২৬)
২২। হাসান (২২)
২৩। আব্দুর রহিম (২২)
২৪। মোহাম্মদ মহসিন (২২)
ও একজন কিশোর।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) দুপুর ০২:০০ ঘটিকা হতে রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকেগ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বেতেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশকমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিমকর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ জনকে গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ওসন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।