নারায়ণগঞ্জ প্রতিনিধি :-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নং ওয়ার্ড এলাকায় স্বৈরাশাসক আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনীর ছাত্রলীগ যুবলীগ নামক হুংকার দিচ্ছে তাদের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেন।
৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় আদমজী নতুন বাজার হইতে মিছিলটি শুরু করে বিহারী কলোনি হয়ে মেঘনা ডিপো এস ও রোড হয়ে পদ্মা অয়েল এর সামনে দিয়ে বার্মা স্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জনাব এস এম আসলামের নেতৃত্বে শত শত লোকজন মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় মিছিল দিতে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক জনাব এস এম আসলাম,নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোস্তফা,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন,৬ নং ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম. এ কিবরিয়া,৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিব মন্ডল,৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মন্ডল,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য আব্দুর রব,বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক মকবুল হোসেন বাবু,নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শিপন,মোহাম্মদ খোরশেদ,মাসুম,ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।