ঢাকাSaturday , 8 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে নৌ পুলিশের অভিযানে চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেফতার

খান শুভ
February 8, 2025 12:33 pm
Link Copied!

রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নৌ পুলিশের অভিযানে চোরাই বাল্কহেড চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। অভিযানে প্রায় ৩০ টন ওজনের বাল্কহেডের কাটা অংশও উদ্ধার করা হয়েছে। চক্রটি একটি বালুবাহী বাল্কহেড চুরি করে বিভিন্ন স্থানে বিক্রির চেষ্টা করছিল।

গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামের একটি বালুবাহী বাল্কহেড সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বাল্কহেডের স্টাফরা প্রয়োজনীয় খরচ ও জ্বালানি সংগ্রহ করে গন্তব্যে রওনা দিলেও পথিমধ্যে বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলে। চুরির পর তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।


ঘটনার খবর পেয়ে ৫ ফেব্রুয়ারি নৌ পুলিশ সদর দপ্তর নারায়ণগঞ্জ অঞ্চলকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ চক্রটিকে ধরতে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। ৭ ফেব্রুয়ারি পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের নৌ পুলিশ যৌথভাবে রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় এক অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চোরাই বাল্কহেডের ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০ টন) উদ্ধার করা হয়।


চারজন গ্রেফতার, অন্যদের ধরতে অভিযান অব্যাহত

গ্রেফতার হওয়া চক্রের সদস্যরা হলেন—
১. শাহাদাত হোসেন (২৪)
২. সাদ্দাম হোসেন (৩৩)
৩. মো. শফিকুল ইসলাম (৫৫)
৪. নাছিমা (৫০)

অভিযানের অংশ হিসেবে ডিএমপি, ঢাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নৌ পুলিশের একজন কর্মকর্তা জানান, বাল্কহেড চোরাচালান চক্রটি অত্যন্ত সুসংগঠিত। তারা পুরো বাল্কহেড না রেখে এটিকে বিভিন্ন অংশে কেটে বিক্রি করে দেয়, যাতে সহজে চুরির তথ্য গোপন রাখা যায়। এটি নতুন ধরনের অপরাধ কৌশল বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।

নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, “নৌপথে চোরাচালান ও চুরি রোধে আমাদের নজরদারি আরও জোরদার করা হবে। অপরাধীরা যতই চতুর হোক, আইনের হাত থেকে তারা রেহাই পাবে না।”

এদিকে, নৌপথে নিরাপত্তা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।