ঢাকাMonday , 10 February 2025
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

খান শুভ
February 10, 2025 11:39 am
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপিরডিবিওয়ারী বিভাগ।গ্রেফতারকৃতরা হলো১। মো. সাজ্জাদ হোসেন ওরফে সাইফুল (৩০), ২। মো. রাব্বি হোসেন ওরফেবোচা রাব্বি (২৭) ৩। মো. রাতুল (২২)

রবিবার (০৯ ফেব্রুয়ারি ) ভোর :৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনাকরে তাদেরকে গ্রেফতার করা হয়।ডিবিওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত (০৩ ফেব্রুয়ারি ) ভোর আনুমানিক ০৪.৩০ঘটিকায় চট্টগ্রাম হতে বাসযোগে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীস্থ কুতুবখালী দাগুখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেএকজন যাত্রী মালামালসহ নামেন।

সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুষ্কৃতকারী ছুরি, চাপাতি অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাতকরে সেই যাত্রীর কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন অন্যান্য মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় মর্মেসামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়।ডিবি সূত্র আরও জানায়, চাঞ্চল্যকর এই ঘটনায়থানা পুলিশের পাশাপাশি অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত গ্রেফতারে জোর তৎপরতা শুরুকরে ডিবি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় দুষ্কৃতকারীদের চিহ্নিতকরতে সক্ষম হয় ডিবি ওয়ারী বিভাগ।

এরই ধারাবাহিকতায় আজ ভোর :৫০ঘটিকায় শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িতডাকাত ছিনতাইকারী চক্রের সক্রিয় তিন সদস্য সাজ্জাদ, রাব্বি রাতুলকে ছুরি চাপাতিসহ গ্রেফতার করে ডিবিপুলিশের একটি চৌকস দল।ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত ছিনতাইকারী চক্রেরসক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে পথচারীদের পথ রোধ করে ধারালোঅস্ত্রের ভয় দেখিয়ে আঘাত করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী যাত্রাবাড়ী থানায় ছিনতাই ডাকাতির প্রস্তুতিরএকাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত তাদের সহযোগী পলাতক অন্যান্যদের গ্রেফতারেঅভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।