ঢাকাMonday , 10 February 2025
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাচারের অভিযোগ তদন্ত করছে সরকার

খান শুভ
February 10, 2025 1:22 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

বাংলাদেশের একটি সংস্থা রাশিয়া ইউরোপে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনকে প্রলুব্ধ করলেও পরে তাদেররাশিয়াইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করেছে বলে যে খবর বেরিয়েছে সরকার তার তদন্ত শুরু করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রবিবার (০৯ ফেব্রুয়ারী ) নিশ্চিত করেছেন যে, মন্ত্রণালয় বিষয়ে মস্কোর বাংলাদেশদূতাবাসের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুলআলম আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রিক্রুটিং ট্রাভেল এজেন্সির ধরনের কর্মকাণ্ডেজড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা আরও জানতে পেরেছি যে গত সপ্তাহে রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতারকরা হয়েছে।আলম বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা অবলম্বন করারপরামর্শ দেওয়া হয়েছে, যাতে পর্যটক ভিসায় রাশিয়ায় ভ্রমণকারী অথবা বৈধ রাশিয়ান ভিসাধারী নাগরিকদের উপর নজররাখা যায়।

এর আগে, সোলাইমান কবির নামে একজন বাংলাদেশি নাগরিককে এক পাচারকারী প্রতারণা করে রাশিয়াইউক্রেন যুদ্ধেঅংশগ্রহণ করতে বাধ্য করে বলে জানা গেছে।পরে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিলেপরবর্তীতে নিরাপদে তার দেশে ফিরে আসার সুযোগ করে দেয়া হয়।আলম বলেন, মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসঅন্য যেকোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেশে ফিরে আসার জন্য সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।