ঢাকাTuesday , 11 February 2025
আজকের সর্বশেষ সবখবর

চাচা হেনা কোথায়,আলোচনার মধ্যেই নতুন খবর বাপ্পারাজের

খান শুভ
February 11, 2025 8:46 am
Link Copied!

বাপ্পারাজ। ছবি: সংগৃহীত


বিনোদন প্রতিবেদক :-

বাপ্পারাজ অভিনীত ৩০ বছর আগে মুক্তি পাওয়াপ্রেমের সমাধিসিনেমায়চাচা হেনা কোথায়?’ সংলাপ আলোচনায়এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার মধ্যেই বাপ্পারাজ নতুন একটি ওয়েব কনটেন্টরক্তঋণএর খবর জানালেন। এটিপরিচালনা করছেন মোস্তফা খান সিহান।

সেখানে অ্যাকশন চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে। একটি ক্যারেক্টার টিজার পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছেন বাপ্পারাজ।পোস্টে তিনি বলছেন, ‘অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।

সবশেষ বাপ্পারাজকে ২০১৮ সালে রায়হান রাফী পরিচালিতপোড়ামন সিনেমায় দেখা গিয়েছিল।

বাপ্পারাজ বলেন, ‘আমার কাছে সিনেমার প্রস্তাব আসে কিন্তু একই ধরনের চরিত্র করতে ইচ্ছা করে না। সেই কারণে বেশিকাজ করি না। আর কিছু চরিত্র আসে, এই বয়সে সেসব চরিত্র করা যায় না। কয়েকটি ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছি।সেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না। তবে ক্যামেরা মিস করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।