ঢাকাWednesday , 12 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

খান শুভ
February 12, 2025 10:27 am
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্নঅপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি ) বিকেল :০০ ঘটিকা হতে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকাল ০৮:০০ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

11-1.jpeg

গ্রেফতারকৃতরা হলো

১। মো. ইমরান হোসেন (২৬)

২। মোঃ বিল্লাল হোসেন ওরফে বেলাল (২৩)

৩। মোঃ মনির (৩৪)

৪। মোঃ রানা (১৯)

৫। মোঃ রাসেল (২৩)

৬। মোঃ সজল ওরফে সুজন (২০)

৭। মোঃ মুন্না (২৪)

৮। মোঃ জুয়েল (২৩)

৯। মোঃ বিল্লাল (২০)

১০। মোঃ রনি (২৮)

১১। মোঃ মাহাবুব (৪৫)

১২। মোঃ আব্দুল আজিজ ওরফে আইজ্জা ওরফে ইজ্জা (৩৪)

১৩। মোঃ লিটন ওরফে কালে (১৯)

১৪। মোঃ বাদশা (২৯)

১৫। মোঃ জনি হাসান (২৮)

১৬। মোঃ ফয়সাল ওরফে এলেক্স ফয়সাল (২৭)

১৭। মোঃ রাব্বি (২৪)

১৮। মোঃ আরফি হোসেন বজিয় (২০)

১৯। মোঃ আকাশ (২৫)

২০। মোঃ সাদ্দাম (৩০)

২১। মোঃ আমীন (২৫)

২২। সনু ওরফে নাঈম হোসেন(২৯)

২৩। মোঃ আবু সাঈদ খান (৫৮)

২৪। আহম্মদ আলী (৩৭)

২৫। সুমন আহমেদ শুভ (১৯)

২৬। মোঃ আসাদ (৫০)

২৭। মোঃ ইকরামুল হক ইকরাম (২৪)

২৮। মোঃ ইব্রাহিম ওরফে ইবু (৩০)

২৯। মোসাঃ আনিশা (১৯)

৩০। মোসাঃ রিমি আক্তার (২৮)

৩১। মোসাঃ নাসিমা (৩০)

৩২। মোসাঃ মমিনা খাতুন

৩৩। মোসাঃ নিপা (৩০)

৩৪। মোঃ শরীফ হোসেন (৩৫)

৩৫। মোঃ রকি (৩৮)

৩৬। মোঃ শাকিল শেখ (২৪)

৩৭। মোঃ জোবায়ের ইসলাম (২১)

৩৮। মোঃ তাজুল ইসলাম (৩৮)

৩৯। মোঃ হোসেন (১৮)

৪০। মোঃ আশরাফ উদ্দিন (৪৫)

৪১। মোঃ সোনা মিয়া (৩৪)

৪২। মোঃ রাসেল (২৪)

৪৩। মোঃ সুজন (৩০)

৪৪। মোঃ মোশারফ (২২)

৪৫। পারভেজ (৫৫)

৪৬। মোঃ রনি (২৫)

৪৭। মোঃ তুষার আহমেদ (৩০)

৪৮। মোঃ আঃ সালাম (২৮)

2-5.jpeg

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বেতেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশকমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃকমোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেফতার করা হয়।

সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করাহয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।