ঢাকাThursday , 13 February 2025
আজকের সর্বশেষ সবখবর

উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী

খান শুভ
February 13, 2025 7:34 am
Link Copied!

বুধবার (১২ ফেব্রুয়ারী ) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এক স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুলকবির রিজভী। ছবি: সংগৃহীত


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি সিনিয়র যুগ্মমহাসাচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি পক্ষ থেকেসবসময়ই ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখানো হয়েছে।এ উদারতার সুযোগনিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করছে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতাপরবর্তী সময়ে দলটিকে (জামায়াতে ইসলামী) নিষিদ্ধ ঘোষণা করলেও বিএনপি তাতে সায় দেয়নি বরং ইসলামপন্থী রাজনৈতিক দলহিসেবে জামায়াতকে সমর্থন করেছে।

এই উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি। রুহুল কবির রিজভী বুধবার (১২ ফেব্রুয়ারী ) সন্ধ্যার আগে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরবিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তাহেরপুর পৌর বিএনপি উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরবিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ সামসুর রহমান।অন্যান্যের মধ্যে বিএনপি কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদকঅধ্যাপক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ আলী, সদস্যসচিব মামুনঅররশিদ বাগমারা বিএনপি সদস্যসচিব কামাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রিজভী বলেন, ‘আশির দশকে স্বৈরাশাসক এরশাদের বিরুদ্ধে আমরা সব দল মিলে একসঙ্গে আন্দোলন করেছিলাম। ওইসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আন্দোলনরত অন্যান্য দলের নেতানেত্রীদেরও কথা ছিল, এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে, মুনাফেক জামায়াত কথা রাখেনি, তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়েসেসময় নির্বাচনে যায়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, আওয়ামী লীগের সময় মতপ্রকাশেরকোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলেই হতে হয়েছে গুম অথবা খুন। আয়নাঘর তৈরি করে বিরোধী নেতাকর্মীদেরবছরের পর বছর আটকে রাখা হয়েছে। মামলা দিয়েও হয়রানি করা হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের একটি ছাত্রসংগঠন আছে, যারআত্মপ্রকাশ হয়েছে রগ কাটার মাধ্যমে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সময়, রাজশাহী মহানগর বিএনপি সদস্যসচিব মামুন অর রশিদজামায়াতশিবিরেরসমালোচনা করে তাদেরবেইমানহিসেবে আখ্যায়িত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।