ঢাকাThursday , 13 February 2025
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খান শুভ
February 13, 2025 9:20 am
Link Copied!

সিরাজগঞ্জে অনূর্ধ্ব১৬ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিতছবি : সংগৃহীত


স্পোর্টস ডেস্ক ,

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় বুধবার (১২ ফেব্রুয়ারী ) সিরাজগঞ্জশহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব১৬ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী নকআউট পদ্ধতিতে ১৫ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। দলগুলো হলোসিরাজগঞ্জ জেলাক্রীড়া সংস্থা, দি সেন্টার ক্লাব, শাহজাদপুর উপজেলা ক্রিকেট একাডেমি উল্লাপাড়া ক্রিকেট একাডেমি।টুর্নামেন্টেরউদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদখান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুরেএলাহী।এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিবরেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য আলামিন সেখ, শাহজাদপুর ক্রিকেট একাডেমির কোচজাহাঙ্গীর আলম উল্লাপাড়া উপজেলা ক্রিকেট একাডেমির কোচ হাবিবুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।