ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁও এলাকার রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ

খান শুভ
February 15, 2025 8:35 am
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতারকরেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো

১। তৌহিদুল ইসলাম ওরফে নিরব (২৬)

২। মোঃ আলভি হোসেন ওরফে নাহিদুল ইসলাম (২২)

সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি লোহার রড, একটি স্টিলের চাকু একটিনাইলনের রশি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকাথেকে তাদেরকে গ্রেফতার করা হয়।খিলগাঁও থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খিলগাওয়ের দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুলের পূর্ব পাশে আরএফএল বেস্ট বাই শোরুম সংলগ্ন তিন রাস্তার মোড়েকয়েকজন পেশাদার ডাকাত ছিনতাইকারী ডাকাতির উদ্দেশে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম রাত ০১:২০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সময়পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তহিদুল এবং আলভীকে হাতেনাতে গ্রেফতার করা হয়গ্রেফতারের সময়তাদের হেফাজত থেকে উল্লিখিত দেশীয় অস্ত্রসমূহ উদ্ধার করা হয়।

অভিযানের সময় তাদের সাথে থাকা আরো / জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এই ঘটনায়খিলগাঁও থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।প্রাপ্ত তথ্য সম্পর্কে খিলগাঁওথানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ছিনতাইকারী দলের সদস্য।

খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার রাস্তায় ডাকাতির উদ্দেশে তারা একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারকরেছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।