ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রোমের মেয়রের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

খান শুভ
February 15, 2025 10:18 am
Link Copied!

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরি সাথেতার অফিসে সাক্ষাৎ করেছেন। ছবি: সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক গতকাল বৃহস্পতিবার রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরি সাথে তারঅফিসে সাক্ষাৎ করেছেন। সময় বাংলাদেশের রাষ্ট্রদূতসিটি অফ ইটারনিটিসৌন্দর্য্যরে জন্য মেয়রের নেতৃত্ব ভূমিকারপ্রশংসা করেন।  বৈঠকে রোকেবুল হক ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আর্থসামাজিক উন্নয়ন এবং বিভিন্নসমস্যা নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত প্রবাসীদের সংহতি কল্যাণকর জীবনমান সহজতর করতে বাংলাদেশইতালির সিটি কর্তৃপক্ষ রোম সিটিপ্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী ) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতেএকথা জানানো হয়।

রাষ্ট্রদূত হক রোমে মুসলিমদের জন্য একটি কবরস্থান নির্মাণের জন্য রোমের মেয়রকে অনুরোধ জানান। তিনি বলেন, এটিপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের দাবী।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর . মুহাম্মদ ইউনূসেরসাথে রোমের মেয়র রোবার্তো দীর্ঘ সখ্যতার কথা স্মরণ করেন।

তিনি এক্সপো২০৩০ এর থিম এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সাথে ফ্রেটেলি টুটি ফাউন্ডেশন আয়োজিতগত বছর মানব ভ্রাতৃত্বের ওপর দ্বিতীয় বিশ্ব বৈঠকের বিষয়ে আলোচনার জন্য অধ্যাপক ইউনূসের রোম সফরের কথা উল্লেখকরেন।রবার্তো গোয়ালথিয়েরি মেয়রের কার্যালয়ের সাথে কাজ করার আগ্রহের জন্য রাষ্ট্রদূত রোকেবুল হকের প্রশংসা করেনএবং আশ্বস্ত করেন যে, তাঁর অফিস বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্নত জীবন এবং নিরাপদ কাজের জায়গা নিশ্চিত করবেযাতে তারা উপযুক্ত মজুরি পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।