ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খান শুভ
February 15, 2025 9:14 am
Link Copied!

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিতছবি : সংগৃহীত


স্পোর্টস ডেস্ক ,

তারুণ্যের উৎসব২০২৫উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপীতারুণ্যেরউৎসবমহিলা ক্রিকেট টুর্নামেন্টআজ শেষ হয়েছে। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪টি দলে মোট ৬০জন ক্রিকেটার অংশগ্রহণ করে। টুর্নামেন্টে বাংলাদেশ ওমেন ক্রিকেটার্স এসোসিয়েশনচ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হয়। 


শুক্রবার (১৪ ফেব্রুয়ারী ) অনুষ্ঠিত সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদেরসচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ওমেন উইং এর প্রধান মো. নাজমুল আবেদীনফাহিম।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী (ভারপ্রাপ্ত) আনজুমান আরা আকসিরএবং সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) প্রকৌ: ফিরোজা করিম নেলী।


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।