ঢাকাSunday , 16 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ২ ইটভাটাকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা

খান শুভ
February 16, 2025 10:32 am
Link Copied!

আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকায় ২টি ইটভাটায় অভিযান চালিয়ে লাখ ৮০ হাজার টাকাজরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সময় ইটভাটার কিলন ভাঙচুর করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারী ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়েরএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ানউলইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবংপরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান চালায়। পরিবেশঅধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার কার্যালয়ের উপপরিচালক এম এইচ রাশেদ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনা করে মেসার্স ন্যাশনাল ব্রিকসকে পাঁচ লাখ আশি হাজার টাকা মেসার্স প্রতাপ নগর ব্রিকসকে তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি জানান, অভিযানে ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত২০১৯) অনুযায়ী ২টি ইটভাটা থেকে আট লাখ আশি হাজার ধার্য করে আদায় করা হয়েছে এবং কার্যক্রমসম্পূর্ণভাবে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া, অভিযানে এক্সকাভেটরের সাহায্যে মেসার্সন্যাশনাল ব্রিকস এর ১২০ ফুট ফিক্সড কিলন ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।