দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীসহ মোট ৪৪ জনগ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টিসাংবাদিকদের নিশ্চিত করেছেন।তারেক আল মেহেদী জানান, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তারকরা হয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ৩১ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৪ ঘণ্টায়জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেহামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।
ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন–
০১.সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্য মো. রনি (৩৭)
০২.নারায়ণগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য মো. রিকাবুল (৫০)
০৩.মো. স্বপন ( ৪৫)
০৪.আওয়ামী লীগের কর্মী মো. আকাশ (২৪)
০৫.হৃদয় মিয়া ( ২৮)
০৬.মো. আল–আমিন (২৯)
০৭.রূপগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুর আলম (৩০)
০৮.সোনারগাঁ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. শাহ আলম ভূঁইয়া (৩৪)
০৯.সোনারগাঁ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মিসির আলী (৫৩)
১০.তোফায়েল আহমেদ স্বপন (৫৬)
১১.বাদশা ( ৪০)
১২.রুবেল মিয়া (৩২ )
১৩.মো. শাহিন (২৮)।