ঢাকাSunday , 16 February 2025
আজকের সর্বশেষ সবখবর

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একজনের মৃত্যু

খান শুভ
February 16, 2025 8:34 am
Link Copied!

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ১১জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।ছবি: সংগৃহীত


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবারভোরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। বিষয়টিনিশ্চিত করেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে আনা হয়েছিল।এদের মধ্যে আজ ভোরে শিউলি আক্তার নামে একজন মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনোসাতজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, সুমন, শারমিন, সোয়ায়েদ, মনির হোসেন, মাহাদী, ছাকিন, সোহেল, সুরাহা, সূর্য বানু জহুরা বেগম। পুলিশ জানিয়েছে নিহত শিউলি আক্তার তার দুই ছেলে মাহাদী সাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিলেন।

বিস্ফোরণের ঘটনায় শিউলির দুই ছেলে, তাদের বড় মামা সোহেল এবং ছোট মামা সুমনও দগ্ধ হয়েছে। তিনি আরও জানান, শিউলির স্বামীর নাম শেখ মনির হোসেন। তার স্বামী সাত মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে গ্রামেস্যানিটারির দোকান দেয়। শিউলি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের আলাউদ্দিন মিয়ার মেয়ে।  

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।