ঢাকাMonday , 17 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা রিভারভিউয়ের ১ নম্বর সড়কের বেহাল অবস্থা: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

খান শুভ
February 17, 2025 12:51 pm
Link Copied!

রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি,

রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের ১ নম্বর রোডের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে বিপর্যয় নেমে আসে।

সড়কটির পাশেই অবস্থিত মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, যা ঢাকা শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষায় গর্তে পানি জমে যায়, যার ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে সিএনজি ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়, এতে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, “আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে তারা প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

অভিভাবকদের একজন বলেন, “বসুন্ধরা রিভারভিউ একটি আধুনিক আবাসিক প্রকল্প। এখানে আমরা নিরাপদ ও উন্নত পরিবেশে থাকার কারনে বাচ্চাদের কে ভর্তি করিয়েছি। কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলোর এমন অবস্থা আমাদের হতাশ করছে। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক।”

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান দেশের আবাসন খাতে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাই স্থানীয়রা আশা করছেন, বসুন্ধরা রিভারভিউ কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ নেবে এবং এলাকাবাসীর যাতায়াত সুবিধা নিশ্চিত করবে।

এ বিষয়ে বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজ ১৭ ফেব্রুয়ারী (সোমবার) বসুন্ধরা রিভারভিউ অফিসের সামনে ৫ শতাধিক শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময়ে স্কুল- কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বসুন্ধরা রিভারভিউ এডমিন অফিসার কে স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা, অতি দ্রুত ১ নম্বর রোড সংস্কার করে শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করে তোলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।