ঢাকাTuesday , 18 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

খান শুভ
February 18, 2025 10:31 am
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াবলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধামনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে।

উপদেষ্টা সোমবার (১৭ ফেব্রুয়ারী ) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব২০২৫ উদযাপনউপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।উপদেষ্টা বলেন, তারুণ্যেরউৎসব২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪ হাজারের অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি জেলাউপজেলায় স্কুল, কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। সারা দেশে আবারো খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীলকর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।

1739811453_1.jpg

আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান তরুণদের কাঁধে আরো বড় দায়িত্ব এনে দিয়েছে। আমাদের নতুন চ্যালেঞ্জ দেশকেনতুনভাবে গড়ে তোলা। এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতিনিতে হবে।তিনি বলেন, রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হওয়ার মাধ্যমে যেভাবে জুলাইগণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তার আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের দেশগড়ার কাজে নিয়োজিত হতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।