ঢাকাThursday , 20 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি হলেন দিপু

খান শুভ
February 20, 2025 8:53 am
Link Copied!

আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

একই সঙ্গে সিনিয়র সহসভাপতি পদে মো. মোরশেদ সারোয়ার সহসভাপতি পদে মোহাম্মদ আবু জাফর নির্বাচিতহয়েছেন।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরনাম ঘোষণা করেন। তারা আগামী ২০২৫২৭ সেশনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদেদায়িত্ব পালন করবেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আমরা নারায়ণগঞ্জের সব ব্যবসায়ীদের নিয়ে কাজকরবো। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানসম্পন্ন চেম্বার হিসেবে গড়েতুলতে পারবো।

পরিচালনা পর্ষদে যারা আছি তারা সকলে মিলে নারায়ণগঞ্জকে পরিবর্তন করতে পারবো।পরিচালনা পর্ষদে পরিচালক পদেরয়েছেনমো. মোরশেদ সারোয়ার, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফমিয়া, আব্দুল্লাহ আলমামুন, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক বিকাশ চন্দ্র সাহা। এর আগে গত ফেব্রুয়ারি বৈধ ১৯ প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করাহয়েছিল।

তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ছিল। চূড়ান্ত প্রার্থীদের সঙ্গে নির্বাচন বোর্ডের আলোচনার মাধ্যমেপ্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।