ঢাকাSaturday , 22 February 2025
আজকের সর্বশেষ সবখবর

রাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

খান শুভ
February 22, 2025 5:10 am
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০১৮ সালেররাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বাবাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি কথা বলেন। বিগত বিতর্কিত তিনটি জাতীয়সংসদ নির্বাচনের (২০১৪, ২০১৮ ২০২৪) সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বাধ্যতামূলক অবসরেপাঠানো ওএসডি করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়।

সচিবালয়ে গতকাল সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উররহমান। এরপর শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে এসপিদের বিষয়েও এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপদেষ্টা আসিফমাহমুদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।