ঢাকাSunday , 23 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ

খান শুভ
February 23, 2025 6:05 am
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম ওইগ্রামের মহব্বত আলীর ছেলে।

আজ শনিবার সকালে জয়রামপুর গ্রামে নিজ বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহতের বাবা মহব্বতআলী জানান, শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির শনিবার (২২ ফেব্রুয়ারী ) সকালে বাড়ির পাশে লিচু বাগান তাঁর ছেলের মরদেহ পাওয়া যায়।

হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।বিষয়টি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীজানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। হত্যার সঙ্গেজড়িতদের শনাক্ত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।