ঢাকাMonday , 24 February 2025
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ তল্পিবাহক হয়ে কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

খান শুভ
February 24, 2025 1:59 pm
Link Copied!

রবিবার (২৩ ফেব্রুয়ারী ) রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে বক্তৃতা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমচৌধুরী। ছবি :সংগৃহীত


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো দলেরতল্পিবাহক হয়ে কাজ করবে না। পুলিশ কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে তাদের অন্যায় নির্দেশনা পালন বেআইনি কাজকরবে না। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, তাঁরা সুনির্দিষ্ট আইন মেনে চলে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারী ) রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা আইনের শাসন প্রতিষ্ঠায়নিরলসভাবে কাজ করবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনকরতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে।তিনি জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনা ধারণ করে পুলিশবাহিনীর গৌরবকে সমুন্নত রাখার পরামর্শ দেন।

সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থীঅংশগ্রহণ করেন।এ সময় পুলিশের আইজিপি . বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল(অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা উপস্থিত ছিলেন। 

প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার বগুড়া সেনানিবাস মেজর জেনারেল এস এমআসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয়কমিশনার খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত আইজি (এইচআরএম) বাংলাদেশ পুলিশ আবু নাছের মোহাম্মদ খালেদ আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ উচ্চ পদস্থ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।