ঢাকাMonday , 24 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ভারতে টানেল ধসে আটকা পড়েছে ৮ শ্রমিক

খান শুভ
February 24, 2025 9:43 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ,

দক্ষিণ ভারতে টানেল নির্মাণের সময় ধসে পড়ে আট শ্রমিক আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েযাচ্ছেন। কর্মকর্তারা রোববার এই খবর জানিয়েছেন।ভারতের মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়।

শনিবার (২২ ফেব্রুয়ারী ) তেলেঙ্গানা রাজ্যে নির্মাণাধীন একটি টানেল হঠাৎ করে পানি মাটির আকস্মিক চাপে টানেলেরএকটি অংশ ভেঙে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টি এক্স এক বার্তায় জানিয়েছে, একটিবোরিং মেশিনের কাছে অবস্থানরত শ্রমিকরা দুর্ঘটনা থেকে   নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হন।

তবে প্রবেশদ্বারের কাছে আরো আটজন প্রকৌশলী এবং শ্রমিক ভিতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। রাজ্যেরসেচমন্ত্রী এন. উত্তম কুমার রেড্ডি সাংবাদিকদের বলেছেন, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। তবে আমরা আটকা পড়াদেরনিরাপদে বের করে আনতে কাজ করে যাচ্ছি। 

তিনি আরো বলেন, একটি সমন্বিত অনুসন্ধান এবং উদ্ধার চেষ্টা আব্যাহত রয়েছে।শনিবার রাতে ভারতের জাতীয় দুর্যোগপ্রতিক্রিয়া বাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। খবরে বলা হয়েছে যে, টানেলের বায়ুচলাচল ব্যবস্থা কার্যকর ছিল। ফলেআটকে পড়া শ্রমিকদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেছিল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দল আটকা পড়া শ্রমিকদের খুঁজে বের করতে এবং তাদের সরিয়ে নিতেসাহায্য করার আগে পানি সরিয়ে ফেলা এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করা প্রয়োজন।ভারতে বড় অবকাঠামো নির্মাণকালদুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

২০২৩ সালে, উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি আংশিক ধসে পড়া হিমালয় সড়ক সুড়ঙ্গ থেকে ১৭ দিনের একটিম্যারাথন ইঞ্জিনিয়ারিং উদ্ধার অভিযানের মাধ্যমে ৪১ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।