দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি ,
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকামেট্রোপলিটন পুলিশের ডিবি–লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম– মোঃ রুমেল মিয়া তালুকদার (৩২)।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ) বিকেল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেডিবি–লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।ডিবি–লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদেরভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি সায়েদাবাদ করাতিটোলা এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থানকরছে।
এমন সংবাদের ভিত্তিতে লালবাগ জোনাল টিমের একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবিপুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে রুমেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রুমেলেরহেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ ঘটনায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেনিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুমেল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীরযাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।