নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব–১১।রবিবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট থেকেতাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন–
১.সিলেট জেলার কোম্পানীগঞ্জের সুন্দর আলী (৩৭)
২.মো. জাহিদ মিয়া (২০) ও
৩.জুয়েল আহমেদ (২৫)।
তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ নগদ ৩৫ হাজার টাকা, একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করাহয়। সোমবার (২৪ ফেব্রুয়ারী ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুলইসলাম। র্যাবের এই কর্মকর্তা বলেন, অভিনব কৌশলে পণ্যবাহী ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়েযাচ্ছিল।
এরুপ গোপন তথ্যের ভিত্তিতে চেপপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলারমদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ সুন্দর আলী (৩৭), মো. জাহিদ মিয়া(২০) ও জুয়েল আহমেদ (২৫)কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।