পলককে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক ১২ দিনের রিমান্ মঞ্জুর করেন৷ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগের সাবেক তথ্য ওযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ৷
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী ) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে রিমান্ডশুনানি হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান৷
তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় মোট ১৯ দিনের রিমান্ড আবেদন করা হয়৷
শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ শুনানির সময় জুনাইদ আহমেদপলক আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হনএকটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন৷ পরদিন তিনি মারা যান৷
মামলার এজারহার থেকে জানা যায়, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে আগে সিদ্ধিরগঞ্জের শিমরাইলএলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে ২১ জুলাই শিমরাইল এলাকায় গুলিতে মারা যান আহসান কবির শরীফ৷ সরকার পতনের পর তিনটি ঘটনাতেহত্যা মামলা দায়ের করা হয়৷ প্রতিটি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগসরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়৷