ঢাকাWednesday , 26 February 2025
আজকের সর্বশেষ সবখবর

সশস্ত্র বাহিনীতে প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস

খান শুভ
February 26, 2025 1:46 pm
Link Copied!

জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় শহীদ বিডিআর সেনাদের স্বরণে দোয়া করে সেনাপ্রধান ওয়াকারউজজামান। ছবি: সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

সশস্ত্র বাহিনীতে যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো আজ মঙ্গলবারজাতীয় শহীদ সেনা দিবসপালিত হয়েছে।২০০৯সালের এই দিনে পিলখানায় বিপথগামী তৎকালীন বিডিআর সদস্যদের হাতে নির্মমভাবে নিহত সেনা শহীদদের স্মরণেবর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিবছর এই দিনটিকেজাতীয় শহীদ সেনা দিবসহিসেবে পালনের পরিপত্র জারিকরা হয়েছে।

ফলশ্রুতিতে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।২৫ ফেব্রুয়ারিজাতীয় শহীদ সেনা দিবসউপলক্ষ্যে সেনা, নৌ বিমান বাহিনীর পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে বনানী সামরিক কবরস্থানে শায়িতপিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ছাড়া বাহিনী প্রধানগণের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন পরিশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিশেষ এই দিনের কর্মসূচীর অংশ হিসেবে প্রধান উপদেষ্টা, সেনা, নৌ বিমান বাহিনী প্রধানগণ পৃথক পৃথক বাণী দেন এবংসশস্ত্র বাহিনীর দরবার/বোথ ওয়াচেস/এ্যাসেম্বলির মাধ্যমে বাণীসমূহ পাঠ করা হয়।

ছাড়া দিবসটি উপলক্ষ্যে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে পিলখানায়সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম এবং বাদ যোহরবিশেষ দোয়া মোনাজাত করা হয়।

২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর মহাখালীররিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) ক্লাবের হেলমেট হলে জাতীয় শহীদ সেনা দিবসের তাৎপর্য তুলেধরে শহীদ পরিবারের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় শহীদগণের পরিবার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা পরিবারের পাশাপাশি সেনা নৌ বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীবিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও, এই দিবসটিরগুরুত্ব তাৎপর্য এবং করণীয় ইত্যাদি বিষয়ে বহুল প্রচারিত বিভিন্ন রেডিও/টেলিভিশন চ্যানেলেসমূহে বিশেষ আলোচনাঅনুষ্ঠান আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।