ঢাকাThursday , 27 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেফতার

খান শুভ
February 27, 2025 12:40 pm
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই। ছবি: সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার দুধবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকেগ্রেফতার করা হয়।গ্রেফতাররা কাদির সিপাইয়ের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা মারামারিসহ নানা অভিযোগে কমপক্ষে ২৮ টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১১এর উপপরিচালক মেজরঅনাবিল ইমাম। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে, শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই ফতুল্লাথানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ব্যক্তি বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদকসামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

মূলত সামেদ আলীর ছত্রছায়ায় ভয়ঙ্কর এই কাদের সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। কাদের সিপাইয়ের নেতৃত্বাধীন এইসন্ত্রাসী বাহিনী বক্তাবলী ইউনিয়নের মূর্তিমান আতঙ্কের নাম।

র‌্যাব আরও জানায়, গত আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই আত্মগোপনেচলে যায়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায়হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা মারামারিসহ মোট ২৮ টি মামলা রয়েছে।গ্রেফতাররা আসামিকাদের সিপাইয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।