ঢাকাTuesday , 4 March 2025
আজকের সর্বশেষ সবখবর

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খান শুভ
March 4, 2025 3:11 pm
Link Copied!

মাসুদ রানা পাইলট বাবু। ছবি: সংগৃহীত


জছি আহমেদ

বিশেষ প্রতিনিধি,

 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।আজ মঙ্গলবার শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার মাসুদ রানা পাইলট বাবু উপজেলারখাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেনসৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন। তিনি বলেন, জুলাইআগস্টে ছাত্র আন্দোলনে হামলা মামলায়তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েবিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।