নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি এলাকায় গত (১৩) মার্চ রাতে সাংবাদিক দিপার বাসায় চুরি হয়েছে, চুরকে আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে আমি আরিফ খান শুভ সেখানে তথ্য সংগ্রহ করতে যাই, সেখানে গিয়ে দেখি প্রায় দুইশতাদিক ছাত্র জনতা উপস্থিত।
পরে ঘটনাস্থলে চোর সন্দেহ যে ব্যক্তিকে আটক করা হয়েছিল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার সালাউদ্দিন মিয়ার ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে সবুজ (৩০) সে চাকরি করেন, ইসলাম এন্ড সন্স সেনেটারী দোকানে। আলু বাজার, সিদ্ধিক বাজার ঢাকা। তিনি বলেন তার বন্ধু জুয়েল এর মাধ্যমে এখানে আসেন অনৈতিক কাজ করতে কিন্তু তার বন্ধু জুয়েল তাকে রেখে পালিয়ে যায়, কিন্তু সাংবাদিক দিপার দাবি সে এ বাসায় চুরি করতে এসেছে তাকে জনতা আটক করেছে। আর ছাত্রদের দাবি এখানে অনৈতিক কর্মকান্ড চালাতে এসেছে সবুজ। কিন্তু সবুজের বন্ধু জুয়েল পালিয়ে যাওয়াই সম্ভব হয়নি চুরি না অনৈতিক কাজের জন্য এসেছেন।
এ বিষয়ে আরিফ খান শুভ বলেন, আমি একজন সংবাদ কর্মী,আমি সংবাদ সংগ্রহের কাজে গিয়েছি।কিন্তু আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করবে এটা আমি আশা করিনি।ঐদিন দীপার বাসায় চুরি হয়েছে সংবাদ শুনে গিয়েছিলাম তারপর ছাত্র জনতার ভিড় দেখে ওখান থেকে চলে এসেছি।আমি কোন থানায় যাইনি।এসব মিথ্যা অপপ্রচার চালানোর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।