সিদ্দিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ১ নং ওয়ার্ড মিজমিজি পাগলা বাড়ির চৌরাস্তা এলাকায় রাইসা ম্যাকওয়াব বিউটি পার্লার নামে একটি দোকানে গত তিন মাস আগে কাজ শুরু করেন মিম ওরফে প্রতারক মিম নামে একটি মেয়ে। মিমের বাবা-মা নাই বলে পার্লারের মালিক কুলসুম আক্তার সাথে কথা হয় তার দোকানে কাজ করবে এবং তার বাসায় থাকবে।কিন্তু প্রতারক মিম গত তিন মাস নিজ পরিবারের মত দোকানে কাজ শেষে বাড়ি একসাথেই ফিরছিল।গত ১ এপ্রিল মঙ্গলবার ভোর সকাল ছয়টায় পালরের মালিক মহিলা কুলসুম আক্তার ভাড়াটিয়া বাসা থেকে সবাইকে ঘুমে রেখে নগদ ৫০ হাজার টাকা এবং ১২ আনা স্বর্ণের গলার চেইন ও হাতের একটি হ্যান্ড ফোন যাহার মূল্য ৩০ হাজার টাকা এগুলো নিয়ে পালিয়ে যা।অনেক খোঁজাখুঁজির পরেও তাহার সন্ধান পাওয়া যায়নি।
রাইসা মেকভার বিউটি পার্লার এর মালিক মহিলা কুলসুম আক্তার জানান, মিম নামের মেয়েটিকে আমি বিশ্বাস করে জায়গা দিয়েছিলাম কিন্তু এখন মেয়েটি আমাকে নিঃস্ব বানিয়ে চলে গেল। তাই আমি আইনের আশ্রয় চাচ্ছি।ওর থেকে যেন আমার মালামালসহ স্বর্ণের চেইন উদ্ধার করতে পারি।