স্পোর্টস ডেস্ক ,
সিরিজ হার নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচটি ছিল মর্যাদার। হোয়াইটওয়াশ এড়ানোর। তবে কাঙ্ক্ষিত লড়াইটুকুওকরতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে হোয়াইটওয়াশই হলোবাঘিনীরা।
সেইন্ট কিটসের ওয়ান্ডার পার্কে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছেওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে পূর্ণ ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাঘিনীরা। জবাবে ৯ বল হাতেরেখে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা।টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেবাংলাদেশ।
ওপেনিংয়ে ২৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। যা ইনিংসের সর্বোচ্চ। ভালো কোনো জুটি না হয়নি, এমনকি কোনো ব্যাটারও ব্যক্তিগতভাবেও দায়িত্ব নিতে পারেননি। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ৪৩ বলে ২টি চারের সাহায্যে এই রান করেন তিনি।দিলারা করেন ২১ রান।
এছাড়া মুর্শিদা (১৩) ও তাজ নেহারই (১০) কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। ক্যারিবিয়ানদের পক্ষে ১৫ রানের খরচায়৩টি উইকেট নেন জেনিলিয়া গ্লাসগো।লক্ষ্য ছোট হওয়ায় শুরুতে উইকেট হারালেও তেমন কোনো সমস্যা হয়নি ওয়েস্টইন্ডিজের। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়ে কিছুটা চাপে রেখেছিলেন। ৬১ রানে পাঁচ উইকেট তুলেনিয়েছিল বাংলাদেশ।
তবে শাবিকা মাংরু ও জাইদা জেমসের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা।২৫ বলে ২টি চারের সাহায্যে ২৭ রান করেন তিনি। ২৮ বলে ২৫ রান করেন জেনিলিয়া।