ঢাকাTuesday , 4 February 2025
আজকের সর্বশেষ সবখবর

একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ দিলেন শ্রম উপদেষ্টা

খান শুভ
February 4, 2025 10:46 am
Link Copied!

শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব🙂 . এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত রয়েছে তাদেরকে অন্যত্র বদলির নির্দেশদিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব🙂 . এম সাখাওয়াত হোসেন।একইসাথে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাকর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাওবলেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারী ) উপদেষ্টা মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারসাথে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন।শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন শ্রমঘন অঞ্চলপরিদর্শন করছেন। সোমবার কলকারখানা মালিকশ্রমিকদের সাথে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কোনো কোনোকর্মকর্তারকর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে আসে।

অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।এদিকে দাপ্তরিক কার্যক্রমকেগতিশীল করার জন্য কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১১৮ জন শ্রম পরিদর্শক, উপমহাপরিদর্শক জন, যুগ্ম মহাপরিদর্শক জন, সহকারী মহাপরিদর্শক জন, উচ্চমান সহকারী জন, অফিস সহকারী কাম কম্পিউটারমুদ্রাক্ষরিক জনকে বদলি করা হয়েছে। এছাড়াও শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণীর কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণিরকর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি চতুর্থ শ্রেণি কর্মচারীকে বদলি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।