ঢাকাWednesday , 5 February 2025
আজকের সর্বশেষ সবখবর

৫০ কেজি গাঁজা ও পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিবি

খান শুভ
February 5, 2025 1:11 pm
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ বাসাবো এলাকা থেকে ৫০ কেজি গাঁজা গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ পেশাদার মাদককারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ডিবিলালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলোমোঃ ইব্রাহিম (২৬) মোঃ শিপন হোসেন (২৭) বুধবার ( ফেব্রুয়ারি ) ভোর ০৫:০৫ ঘটিকায়দক্ষিণ বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

103.jpg

ডিবিলালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ( ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ডিবিলালবাগ বিভাগের একটি আভিযানিক দলমহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সবুজবাগ থানাধীন দক্ষিণবাসাবো এলাকায় ২০/, অতিশ দিপংকর সড়কে বাসাবো বিশ্বরোড ফ্লাইওভার এর পাশে কয়েকজন মাদক কারবারিপিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে ভোর ০৫:০৫ ঘটিকায় ঘটিকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম শিপনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। সময় গাঁজা পরিবহনেব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।প্রাথমিকজিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।