ঢাকাThursday , 6 February 2025
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ডেভিড বিসলির সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলেরসাক্ষাৎ

খান শুভ
February 6, 2025 10:20 am
Link Copied!

ছবি; সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলবিএনপি প্রতিনিধি দলের সদস্যরাআয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন।বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটিরসদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার একমাত্রকন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্ব মানের একটি অনুষ্ঠানে ব্যারিস্টার জায়মা রহমানের প্রথমবারের মতো অংশ গ্রহণেবাংলাদেশের রাজনীতিতে যোগ হল নতুন এক মাত্রা।ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেকসভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন আফগানিস্তানে মানবিকসাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।বর্তমানে ডেভিড বিসলির নাম বিশ্ব ব্যাংকের পরবর্তী সম্ভাব্যপ্রেসিডেন্ট তালিকায় রয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যেওতার নাম রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।